তর্কবাগীশ এর ১২০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তর্কবাগীশ সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে মাওলানা আবদুর রশীদের আয়োজনে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ।
এসময় তিনি বলেন , সাহিত্য চার্চা মানুষের গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। সাহিত্য জাতির সভ্যতার ধারক ও বাহক। জাতির উন্নয়ন-অগ্রগতি ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে সাহিত্য চর্চা বাড়াতে হবে। বাসযোগ্য ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য।
তর্কবাগীশ সাহিত্য পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান, স্বাগত বক্তব্য রাখেন ড. শরিফ সাকি।