শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

১২৩ সেনা সদস্যকে শান্তিকালীন পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
শান্তিকালীন পদক পেলেন ১২৩ সেনা সদস্য ।

২০১৯-২০২০ সালে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১২৩ সেনা সদস্যকে শান্তিকালীন পদক দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এই পদক প্রদান করা হয় হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এ পদক অন্য সেনা সদস্যদেরও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।’

উল্লেখ্য, সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করা এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ