পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বয়ান রাখেন, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী।
বিশেষ আলোচক হিসেবে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত জামায়াত কচুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলমগীর শাহ্ আল কাদেরী, উপদেষ্টা জিয়াউর রহমান হাতেম ও সহ- প্রচার সম্পাদক সাংবাদিক আফাজ উদ্দিন মানিক প্রমুখ।
একই দিনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির উদ্দিন প্রধানের আয়োজনে চ্যানেল আই’ এর ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।