সোমবার, ০৬ মে ২০২৪, ১০:১১ অপরাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০


শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রতিবছর শিক্ষা জরিপ পরিচালনা করে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ)। এক্ষেত্রে সরকারি, বেসরকারি ও এমপিাওভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানো বাধ্যতামূলক। করোনাকালীন সময়ে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য হালনাগাদ করে ব্যানসবেইজে পাঠাননি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তথ্য পাঠাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।

গত মঙ্গলবার মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠানো তথ্যের ভিত্তিতে ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনো তথ্য প্রদান করেনি তাদেরকে ব্যানবেইজ পরিচালিত অনলাইন জরিপে অংশগ্রহণ করতে হবে। এজন্য (www.banbeis.gov.bd) ওয়েবসাইটে লগইন করে তথ্য প্রদান নিশ্চিত করে প্রদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

  • সূত্র: বিডি জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ