বুধবার, ০৮ মে ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

নতুন করে ইরানের ১৫০ শহরে লকডাউন

রিপোটারের নাম / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

মহামারি করোনা ভাইসের দ্বিতীয় প্রকোপ বাড়ার আশঙ্কায় আগামী শনিবার থেকে ইরানের তেহরানসহ ১৫০টি শহর লকডাউন করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরান সংবাদ মাধ্যমে ইরান প্রেস এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড জোনে অবস্থিত প্রায় ১৫০টি শহরকে লকডাউন করতে চলেছে ইরান সরকার। মঙ্গলবার দেশটির করোনা ভাইরাস মোকাবিলার জন্য জাতীয় টাস্ক ফোর্সের শেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

একই দিনে ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করেছে ইরান সরকার। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে দেশটি। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ