চাঁদপুরের মতলব দক্ষিন পৌর এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে যাত্রীবাহী যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
১৭ নভেম্বর (মঙ্গলবার) অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নুশরাত শারমিন। এ সময় তার নেতৃত্বে ২০ টি মামলায় ৪৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার এ এস আই মোঃ ইকবাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম সহ সংঙ্গীয় ফোর্স।
সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নুশরাত শারমিন মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করতে এ অভিযান চালানো হয়েছে। মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রসাশন কঠোর অবস্থানে যাবে বলেও তিনি জানান।