শিরোনাম
The Safest Online Gaming Sites: A Comprehensive Guide চাঁদপুর জমিন পত্রিকার ২৫ বছরে পদার্পণে মিলাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে অবগতি পত্র প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক: ইসরাইল প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপজেলা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি অ্যাস্ট্রাজেনেকা টিকার বিষয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত গাজীপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু সারাদেশে পরিবেশ রক্ষায় গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

হরিনাঘাট নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল সহ ৬ জেলে আটক

বিশেষ প্রতিনিধি / ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির পৃথক দুইটি অভিযানে ৩০,০০,০০০(ত্রিশ লক্ষ) মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ (একশত বিশ) কেজি জাটকা মাছ, ১ টি জেলে নৌকা সহ ৬ (ছয়) জন জেলে আটক করা হয়েছে ।


রোববার (১৮ এপ্রিল) দুপুর দুপুর ১ হইতে রাত ৮ পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার জনাব মােঃ কোন বিবরণ উপলভ্য নেই।কামরুজ্জামানের নির্দেশে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ) গােলাম মােঃ নাসিম হােসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স সহ জাটকা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে দুপুর ৩ টার সময় প্রথমে চাঁদপুর সদর মডেল থানাধীন ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ঘাটের সামনে থেকে মালিক বিহীন অবস্থায় ২৮টি অবৈধ কারেন্ট জাল; যার প্রতিটির দৈর্ঘ্য ১,০০,০০০(একলক্ষ) মিটার (২৮x১,০০,০০০) = ২৮,০০,০০০ (আটাশ লক্ষ) মিটার ও প্রস্থ ৫(পাঁচ) মিটার মােট = (২৮,০০,০০০x৫) = ১,৪০,০০,০০০ (এক কোটি চল্লিশ লক্ষ) বর্গমিটার অবৈধ কারেন্ট জাল; যার মূল্য আনুমানিক (২৮,০০,০০০x৩০) = ৮,৪০,০০,০০০ (আট কোটি চল্লিশ লক্ষ) টাকা জব্দ করা হয় ।

কোন বিবরণ উপলভ্য নেই।


অভিযানের ২য় দফা সন্ধ্যা ৭টার সময় সদর মডেল থানাধীন ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের সাখুয়া ঘাটের পশ্চিম পার্শ্বে মেঘনা নদী হতে ০১ (এক) টি অবৈধ কারেন্ট জাল; যার দৈর্ঘ্য ২,০০,০০০ (দুইলক্ষ) মিটার ও প্রস্থ ৫(পাঁচ) মিটার সর্ব মােট = ১০,০০,০০০ (দশলক্ষ) বর্গমিটার অবৈধ কারেন্ট জাল; যার মূল্য ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা ও ০১ (এক) টি জেলে নৌকা ও ১২০ (একশত বিশ) কেজি জাটকা মাছ জব্দ সহ ৬ (ছয়) জন জেলেকে আটক করতে সক্ষম হন।


গ্রেফতারকৃত আসামীরা হলেন:- ১। মােঃ আরশাদ খাঁ (৩৫), পিতা- জাফর আলী খাঁ, (সাং- জয়পুরা, খাঁ বাড়ি, জহিরাবাদ ইউনিয়ন) , ২। দেলােয়ার মােল্লা (৩২), পিতা- মৃত রাজ্জাক মােল্লা, ৩। মােঃ আল-ইসলাম (১৯), পিতা- আনােয়ার হােসেন মােল্লা, ৪। মােঃ বাবু মােল্লা (২৫), পিতা- মৃত রাজ্জাক মােল্লা, (উভয় সাং- দক্ষিন বরােচর, মােল্লা বাড়ি, এখলাছপুর ইউনিয়ন), ৫। রহমত আলী কুড়ালী (৪৫), পিতা- মৃত হাছান আলী কুড়ালী, (সাং- দক্ষিন বরােচর, কুড়ালী বাড়ি, এখলাছপুর ইউনিয়ন), ৬। মােঃ মামুন মিজি (২১), পিতা- মৃত এরফান মিজি, (সাং-দক্ষিন বরােচর, মিজি বাড়ি, এখলাছপুর ইউনিয়), সর্ব থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর ।


থানা সূ্ত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রেয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ