শিরোনাম
Online Gambling Establishment Payment Techniques in Canada: A Comprehensive Guide The Safest Online Gaming Sites: A Comprehensive Guide চাঁদপুর জমিন পত্রিকার ২৫ বছরে পদার্পণে মিলাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে অবগতি পত্র প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক: ইসরাইল প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপজেলা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি অ্যাস্ট্রাজেনেকা টিকার বিষয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত গাজীপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু সারাদেশে পরিবেশ রক্ষায় গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জন নিহত
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন

মাইজভান্ডার দরবারে তফসীর-এ-মইনীয়া ও কিতাবুছ ছামা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মাইজভাণ্ডার দরবার শরীফের কীর্তিমান আধ্যাত্মিক মনীষী ইমামে আহলে সুন্নাত, শায়খুল ইসলাম, শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮৪তম খোশরোজ শরীফে তিন দিনের কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে।

মইনীয়া প্রকাশনী থেকে কুরআন মজিদের সূফীতাত্ত্বিক তফসীর গ্রন্থ ‘তফসীর-এ-মইনীয়া’ এবং ছামা’র বৈধতার পক্ষে দালিলিক গ্রন্থ ‘কিতাবুছ ছামা’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট, শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)বলেন, কুরআন মজিদের মনগড়া ইচ্ছাকৃত অপব্যাখ্যার কারণে ইসলামের নামে উগ্রবাদি তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে। কুরআন মজিদের সূফীতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থই হলো ‘তফসীর-এ-মইনীয়া’। যাতে কুরআন মজিদের সারবত্তা, বাণী ও নির্দেশনা নির্মোহভাবে তুলে ধরেছেন লেখক-গবেষক অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, এদেশে ইসলামের প্রবেশদ্বারই হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকেই সূফী সাধকরা ইসলামের ব্যাপ্তি ঘটিয়েছেন সারা দেশে। আর মাইজভাণ্ডারী মহাত্মাদের কল্যাণে এদেশে ইসলাম চর্চা ব্যাপকতা পেয়েছে।

আলোচক ড. মঞ্জুরুল আলম বলেন, ইসলামের দৃষ্টিতে ছামা’ বা আধ্যাত্মিক সংগীত যে বৈধ, সুন্নাত ও মুস্তাহাব আমল তা দালিলিকভাবে উপস্থাপিত হয়েছে ‘কিতাবুছ ছামা’ গ্রন্থে। উক্ত মৌলিক তাত্ত্বিক অপরিহার্য গ্রন্থ দুটি পাঠে উৎসুক সত্যানুসন্ধিৎসু মানুষের মনের খোরাক জুগাবে বলে তিনি উল্লেখ করেন।

আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ বলেন, কুরআনমজিদের দু’ধরনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। জাহেরি বা বাহ্যিক অর্থ। বাতেনি বা অন্তর্গূঢ় দিক। তফসীর-এ-মইনীয়ায় কুরআনমজিদের ভেতরগত মর্মার্থ ও সারবত্তা বিবৃত হয়েছে নির্মোহভাবে। কুরআনমজিদের সত্যিকার বাণী ও নির্দেশনা হৃদয়ঙ্গম করতে পারলে পথভ্রষ্টতার আশংকা থাকে না। এই দিকটিবিবেচনায় নিয়ে সূফীতাত্ত্বিক তফসীর গ্রন্থ ‘তফসীর-এ-মইনীয়া’ প্রকাশ নিঃসন্দেহে সময়োপযোগী।

উদ্বোধক ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল রিসালপুরী।

তিনি বলেন, গ্রন্থ দুটি পাঠে মানুষের ঈমান আক্বিদা মজবুত হবে এ আশা করা যায়। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. এসএম রফিকুল আলম, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড: কাজী মহসীন চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফক্বীহ আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশীদ, নেছারিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, তফসীর-এ-মইনীয়ার গ্রন্থকার অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদউদ্দিন, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাশেম, ফয়জুল বারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, ড. আল্লামা খলিলুর রহমান, আল্লামা বশির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ