বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

কচুয়ায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে তদারকীতে পুলিশ

আফাজ উদ্দিন মানিক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

চাঁদপুরের  কচুয়া উপজেলার কচুয়া ও রহিমানগর বাজার সহ বিভিন্ন বাজারে মনিটরিং করেছে কচুয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

গতকাল দুপুর থেকে সন্ধ্যা  পর্যন্ত দ্রব্যমূল্যের অস্বাভাবিকতা রোধে  চাঁদপুরের পুলিশ সুপার  মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) এর নির্দেশনায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ,   মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে  পরিদর্শক (তদন্ত) মোঃ হারুন-উর-রশিদের নেতৃত্বে বাজার মনিটরিং এর জন্য গঠিত একটি বিশেষ টিম  গতকাল  দুপুর থেকে দিনব্যাপি কচুয়া বাজার ও রহিমানগর বাজারের বিভিন্ন দোকান পাট, কাঁচা বাজার ও মাছ-মাংসের বাজার সরজমিনে ঘুরে দেখেন।

এসময় ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে সরকার নির্ধারিত মূল্যে মালামাল বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করেন এবং মূল্য তালিকা লাগানো আছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এখন থেকে কচুয়া থানা পুলিশের একটি বিশেষ টিম থানা এলাকার প্রতিটি বাজার নিয়মিত তদারকী করবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ