রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

সার্চ কমিটি ২৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিবে

দর্পণ ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল হাসান বলেন, “সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়। সেখান থেকে আজ ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়। আগামী ২৪ তারিখের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। এর মধ্যে ৫ জনকে নির্বাচন করবেন রাষ্ট্রপতি।”

এর আগে, বিকেল ৪টা ৫০ মিনিটে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আরেফিন বলেন, ‘২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সেখান থেকে কাল (রোববার) ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।’

এর আগে, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ