চাঁদপুরের মতলব উত্তরে কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (মতলব দক্ষিণ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব) গাজী শরিফুল হাসান এর নেতৃত্বে চাঁদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রান ও পুনর্বাসন শাখা), মোঃ ছামিউল ইসলাম সহ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা উপজেলার ছেংগারচর বাজার, সটাকী বাজার, শিকিরচর বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলা ও ৮ হাজার ৭শ টাকা জরিমানা করেন।