বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে। পরিবারের করোনা পজিটিভ সদস্যের সংস্পর্শে আসার পর আইসোলেশনে রয়েছেন তারা।
বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে টেস্ট ম্যাচটি। মঙ্গলবার ম্যাচপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য দেন জিম্বাবুয়ে দলের মিডিয়া ম্যানেজার।
সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। টাইগারদের বিপক্ষে টেস্টে তিনিই নেতৃত্বে দেবেন জিম্বাবুয়ে দলকে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই বিরতি কাটিয়ে মাঠে ফেরার কথা ছিল উইলিয়ামসের। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। তার অবর্তমানে পাকিস্তান সিরিজে অধিনায়কত্ব করেছেন টেলর।