চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লকডাউন এর দ্বিতীয় দিনে প্রশাসনের কঠোর অবস্থান। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) মতলব সদর বাজারে সরকার কর্তৃক ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ৬টি মামলায় ৬ হাজার ৮’শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মোঃ খোরশেদ আলম, স্যানিটারী ইন্সপেক্টর ও মতলব দক্ষিণ থানার এস আই মোঃ আউয়াল সহ সংঙ্গীয় ফোর্স। তবে জরুরী প্রয়োজনে ঔষধের দোকান ও হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা লোকজনের কোন প্রকার অসুবিধা হয়নি। মতলব ঢাকার সংযোগস্থল মতলব সেতুর দুই পাশে পুলিশের টহল জোরদার থাকায় সকল প্রকার গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।