শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে নৌ বাহিনী ও কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত দেশব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে ১ম দিন মোংলায় মাঠে নেমেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। পরিস্থিতি পর্যবেক্ষন ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মোংলা পৌরশহরের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে দুই প্লাটুন নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা। জরুরী পন্য ও হাসপাতাল ব্যতিত বন্ধ রয়েছে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল। রাস্তা ঘাটে কোন প্রকারের যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে না বের হয় সেজন্য উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গত ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি নিষেধ চলমান ছিলো মোংলায়।

এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মোংলা বন্দরে অবস্থানরত সকল বাণিজ্যিক হাজারে পন্য খালাস স্বাভাবিক রাখা হবে বলে জানান বন্দর কর্তৃৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ