চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার ৭২টি মসজিদ,এতিমখানা ও মন্দিরে ৫লক্ষ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান সহ অন্যান্যরা ।