শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ধসে পড়েছে ১২ তলা ভবন, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা ভবন ভয়াবহভাবে ধসে পড়েছে। সার্ফসাইড এলাকায় ধসে পড়া ওই ভবনে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ।

সিএনএন বলছে, বৃহস্পতিবার ধসে পড়া ভবনের ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।

এরআগে মায়ামি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ৯৯ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে কমপক্ষে ১৮ জন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

ধসে পড়া আবাসিক ভবনটিতে ঠিক কত জন মানুষ বসবাস করতেন এখনো তা নিশ্চিত করা যায়নি। তবে সার্ফসাইডের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে ৩৫ জনকে উদ্ধার করা গেছে বলে জানানো হয়েছে । ১৯৮০ সালে ভবনটি নির্মিত হয়। এতে ১৩০টি ইউনিট ছিল। ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, ভবনের কিছু অংশ সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছিল। এই ভবনের পাশেই আরেকটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তবে ঠিক কী কারণে ভবনটি ধসে গেছে, তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ