চাঁদপুরের শাহরাস্তিতে ২টি তেলের দোকানে ক্রেতাদেরকে ওজনে কম দেওয়া মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
সোমবার (২১ জুন) বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২টি তেলের দোকানে ওজনে কম দেওয়ায় ২ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং তেলের নকল ওজন পরিমাপক বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বিএসটিআই, কুমিল্লা অঞ্চলের পরিদর্শক এবং শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।