দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সোমবার (২১ জুন) ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর। একই দিনে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন এবং ঝালকাঠি ও সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২১ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করে ইসি সচিব।
তিনি জানান, ভোলার চরফ্যাশন উপজেলায় একটি ভোট কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বরিশালের গৌরনদীতে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। বিভিন্ন মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে, তার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। দুই জায়গায় দুজন নিহত হয়েছেন। তবে, কোনো মৃত্যুই কাম্য নয়।’
দুজন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুজন নিহত হয়েছে। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে। তদন্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
আগে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগের জবাবে ইসি সচিব বলেন, ‘যেসব অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গণমাধ্যমের সংবাদ দেখেও অনেক জায়গায় ব্যবস্থা নিয়েছি।’
স্থগিত হওয়া নির্বাচন কবে হতে পারে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে এটা বলা যাবে না। কমিশন সভা হলে তখন জানা যাবে। নির্বাচন কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।’
ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেবেন, জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্রে যথেষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কমিশন সে বিষয় পর্যালোচনা করবে।’