শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

মতলব উত্তরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের অবহিতকরণ কর্মশালা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে কোভিড-১৯ সিচুয়েশনে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে আইপিসি ফর এফপি-এমএনসিআরএএইচ সার্ভিসেস বিষয়ক এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চাঁদপুর এর উপপরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, ডাঃ নাসির উদ্দিন, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী প্রমুখ। এসময় পরিবার পরিকল্পনা দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ