চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছসেবী সংগঠন লাল সম্পর্ক রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, সংবর্ধনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. রিজন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দার, হাফেজ ক্বারী রহমত উল্যাহ প্রমুখ ।
পরে সংগঠনের সদস্য ও সুধীজনের মাঝে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।