চাঁদপুরের হাজীগঞ্জে আমগাছের সাথে ঝুলে অটোচালক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়, পারিবারিক কলহে আটো রিক্সা চালক স্বর্না গ্রামের সোয়ারী বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে মো. রাব্বী (২৮) আত্মহননের ঘটনা ঘটান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বী বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়ীর বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহনন করে। রাব্বী পারিবারিক কলহে আত্মহননের পথ বেঁচে নেয় বলে প্রাথমিকভাবে ধারণা পায় পুলিশ।
ইউনিয়রের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল ও রমিজ মিয়া জানান, আত্মহননকারী রাব্বী উত্তর শ্রীপুরের কারো পরিচিত ছিল না। সবার আড়ালে সে মজমুদার বাড়ীর পিছনের একটি বাগানে আম গাছের সাথে আত্মহত্যার পথ বেচে নেয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।