মালয়েশিয়ায় সংক্রমণের ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৩৪১ জন শিশু। দেশটির স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত বছরের ২৪ জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত ৮২ হাজার ৩৪১ জন শিশু করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।
এর মধ্যে ৫ বছরেরও কম বয়সী শিশু রয়েছে ১৯ হাজার ৮৫৮ জন শিশু। বিশেষত ১ বছরের কম ও ৫ বছরের কম শিশুর সংক্রামক পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।
একই সময়ে ১৩ থেকে ১৮ বছরের কম বয়সী (৩৩.২৭ শতাংশ) শিশুও রয়েছে। এ বয়সের শিশুরা বাহিরের ক্রিয়াকলাপ চালাচ্ছে।
এমওএইচ আশা করে বিশেষত বাবা-মা এবং যত্নশীলদের মধ্যে শিশুদের কোভিড -১৯ সংক্রামিত পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে পারেন। পিতামাতারা শিশুদের রোল রক্ষাকারী। তাদের কোভিড-১৯-এর ঝুঁকি থেকে বাচ্চাদের বাঁচাতে সুরক্ষিত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এমন পরিস্থিতে অভিভাবকরা যদি আইন মেনে না চলেন তা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডা. আধাম বাবা জানিয়েছেন।
পাশাপাশি বাবা-মা এবং আশপাশের সম্প্রদায়ের সদস্যদের ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন করে তাদের সুরক্ষা দেওয়া উচিত। অভিভাবকদের সচেতনতায়, একটি নিরাপদ পরিবেশই ভবিষ্যত প্রজন্মের স্থায়িত্ব গড়ে তুলতে পারে।