বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকর্মীদের এই কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখনো পুরোপুরো সুস্থ নন। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী উনাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এসময় তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চান।