শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

দর্পণ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
ফাইল ফটো ।

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন (একাদশ তম অধিবেশন) ১৮ জানুয়ারি শুরু হবে। এটি  হতে যাচ্ছে নতুন বছরের প্রথম অধিবেশন ।

বুধবার (৩০  ডিসেম্বর)  সংসদে সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ জানুয়ারি মঙ্গলবার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এদিন বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সাংবিধানিক বিধান মতে, এ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতি ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ গত ৮ নভেম্বর মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন (একাদশ সংসদের দশম অধিবেশন) অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ