যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক যখন তলানিতে; ঠিক সেসময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। করোনা মহামারীতে আঙ্কারাকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দেবে বেইজিং।
বুধবার তুর্কি এয়ারলাইন্সে এ টিকা ইস্তানবুলে পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার বোয়িং ৭৭৭ বিমানে ১৭ কন্টেইনারে এ টিকা ইস্তানবুল বিমানবন্দরে স্থানীয় সময় ছয়টার দিকে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চীন থেকে সিনোভ্যাকের ৫০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনা হবে। এর মধ্যে ডিসেম্বর ও জানুয়ারিতে ২০ মিলিয়ন ডোজ করোনার টিকা সরবরাহের কথা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তুরস্ক অন্য দেশ থেকেও করোনা টিকা কিনবে। জার্মানভিত্তিক বায়োএনটেক থেকে ৩০ মিলিয়ন ডোজ করোনা টিকা কেনা হবে বলে তিনি জানিয়েছেন।