চাঁদপুরের মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খাঁন (৫০) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি…………রাজিউনি)।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় তিনি শ্বাসকষ্টজনিত রোগে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ওই দিন বাদ আছর মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে বহরী গ্রামের নিজ বাড়ির সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন উপজেলা জামে মসজিদের খতিব মাও. মোর্শেদুল আলম।
এদিকে, মোঃ বোরহান উদ্দিন খাঁনের মৃত্যুতে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ।