বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নর্থবেঙ্গল জোনাল কমিটির উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও করোনা ভাইরাস বিস্তার রোধে মাক্স বিতরন কর্মসূচি পালন করেছে।
মানব পরিবারের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার এই স্লো গানকে সামনে রেখে, ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া ৭মাথা চত্তরে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন আসক নর্থবেঙ্গল জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন বিচারপতি আ.স.ম ওয়াসিম বিল্লাহ।
আসক কেন্দ্রীয় কমিটির কমিউনিকেশন ডিরেক্টর ও নর্থবেঙ্গল জোনাল কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুৎ জামান লিখন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাহরিয়ার কবির সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, আরেফুল রহমান বাদশা, মতিয়ুর রহমান মানিক, জাবিদ মন্ডল, মহসিন আলম, এসএম তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সাঈদী, এম এ আহসান কবির, তানসেন আলম, জাহিদ হাসান, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, অর্থ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ শাহ্ নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, উপপ্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান, মহীলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মোছা: শামীমা আক্তার জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সজিব উদ্দিন সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ফাহিম শাহরিয়ার, এ্যাড. মাহমুদুর রহমান, এ্যাড. মামুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিজুল করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাকছুদ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আল মামুন ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।