চাঁদপুর ট্রাফিক পুলিশের নবাগত ইন্সপেক্টর (টিআই) হিসেবে মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি চাঁদপুরে যোগদান করেন।
জহিরুল ইসলাম ভূঁইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে ১৯৯৯ সালের ২২ এপ্রিল বাংলাদেশ ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে যোগদান করেন।
কর্মজীবনের প্রথমে তিনি ডিএমপিতে যোগদান করে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করে ২০১৬ সাল থেকে চাঁদপুরে যোগদানের পূর্ব র্যাব হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করেন। এর পূর্বে ২০০৮-২০০৯ সালে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে ১ বছর কর্মরত ছিলেন।
জহিরুল ইসলাম ভূঁইয়ার পৈত্রিক বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌর এলাকায়। তাঁর সংসার জীবনে স্ত্রী এবং ২ সন্তানের জনক। তাঁর পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিক তথা চাঁদপুরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।