মোহাম্মদ মহিউদ্দিন মিয়া শিক্ষা জীবন শুরু করেন পারিবারিক মক্তব শিক্ষার মাধ্যমে।পরে তিনি চর বনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন ও চর আবাবিল রুসুলদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহন করে ১৯৮৭ সালে এস.এস.সি পাস করেন। তারপর লক্ষীপুর সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। এরপর ঢাকা সিটি কমার্স কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় (স্নাতক সম্মান) এবং
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট (ব্যবস্হাপনায়) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০০ সালে সরাসরি এস আই পদে ভর্তি হয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি তে প্রশিক্ষন সম্পন্ন করেন । তারপর চট্রগ্রাম জেলায় প্রথম পোস্টিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
২০১১ সালে কুমিল্লা জেলা হতে পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে মেহেরপুর জেলার গাংনী থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। সেখানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে পরবর্তীতে যশোর, কুমিল্লা জেলা সহ এবং চাঁদপুর জেলা ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর চাঁদপুরের ডিবি ক্রাইম কন্টোল সহ কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ১১ই নভেম্বর (বুধবার) ২০২০ইং তারিখে মতলব দক্ষিণ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করছেন।
কর্মময় জীবনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন। তিনি ব্যাক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক।