শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে জরিমানা গুনছেন মেসি

স্পোর্টস ডেস্ক / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোল করে স্বদেশি কিংবদন্তি সদ্য প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে এমন সম্মান জানিয়ে ফুটবলমহলে প্রশংসিত হয়েছেন মেসি। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি স্প্যানিশ সকার ফেডারেশন।

শ্রদ্ধা জানাতে গিয়ে মেসি নিয়ম ভেঙেছেন অভিযোগ এনে তাকে শাস্তি দিয়েছে ফুটবল সংস্থাটি।

শুধু মেসিই নয়; জরিমানা গুনতে হয়েছে মেসির ক্লাব বার্সেলোনাকেও।

জানা গেছে, স্প্যানিশ সকার ফেডারেশন ৬০০ ইউরো জরিমানা করেছে মেসিকে। বার্সেলোনাকে জরিমানা গুনতে হয়েছে ১৮০ ইউরো।

সেদিন ওসাসুনার বিপক্ষে গোল করার পর বার্সা অধিনায়ক মেসি জার্সি খুলে ফেলেন। তিনি নিজের ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের জার্সি পরে ছিলেন ভেতরে।

আর ওই ক্লাবের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে খেলেছিলেন ম্যারাডোনা। সে বিষয়কেই স্মরণ করেছেন মেসি। এমনটা করে মাঠেই রেফারিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মেসি।

বিষয়টিকে স্প্যানিশ ফুটবলের আচরণবিধি ভঙ্গ বলে বিবেচনা করছে সংস্থাটি।

স্প্যানিশ ফুটবল সংস্থার শৃঙ্খলাবিধির ৯৩ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, উদ্দেশ্য যাই হোক না কেন, ম্যাচের মাঝে জার্সি খোলা অপরাধ হিসেবেই বিবেচিত হবে।

এদিকে মেসির শাস্তি মওকুফের জন্য আবেদন জানিয়েছে বার্সেলোনা।

তাতে সাড়া দেয়নি স্প্যানিশ ফুটবল সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ