১৯ নভেম্বর (বৃহস্পিতবার) দুপুরে উপজেলার উত্তর শিবপুর বাজারে লিটন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান।
ইসলামী ব্যাংক সাচার শাখার ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল বাসারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল রানা ও যুবলীগ নেতা রাজীব পাটওয়ীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া এ্যাগ্রো ফিসারিজ লিমিটেড চেয়ারম্যান মোঃ আবুল বাসার, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান, ইউপি সদস্য সাদেক পাটোয়ারী, উত্তর শিবপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা রাসেল হোসেন ও শাখা ব্যাংকের এজেন্ট সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল ভূইয়া, যুগ্ম আহবায়ক মিঞা মো: নিজাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঞা মো: সোহেল সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ঘিলাতলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সফিউল আলম প্রধান।