বৃহস্পতিবার থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির নেপথ্যের কথা।
অনুষ্ঠানের জন্য নির্ধারিত একটি মিউজিশিয়ান থাকবে। যারা নিয়মিতভাবে অনুষ্ঠানের প্রতি পর্বে অংশ নেবেন। টেলিফোনের পাশাপাশি অনুষ্ঠানে এসএমএস, ই-মেইল এবং ফেসবুকের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠানে আগত শিল্পীর কাছে তাদের পছন্দের গানের অনুরোধ পাঠাতে পারবেন।
অনুষ্ঠান চলাকালে অতিথি শিল্পী দর্শকদের অনুরোধের গান পরিবেশনের পাশাপশি তার নিজের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপকের সঙ্গে আলাপচারিতা আর দর্শকদের সঙ্গে শিল্পীর কথোপকথনের মাধ্যমে এগিয়ে চলবে অনুষ্ঠানটি। অন্যদিকে নতুন গানের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।