শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

আজ কিংবদন্তি অভিনেতা রাজীবের মৃত্যুবার্ষিক

বিনোদন ডেস্ক / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
কিংবদন্তি অভিনেতা রাজিব

ঢাকাই সিনেমায় বাঘের মতোই দাপট ছিল তার। সে যেমন পর্দায়, তেমনি বাস্তবে৷ আজ এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুবার্ষিকী। ক্যান্সারের কাছে পরাজিত হয়ে ২০০৪ সালের ১৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

অভিনেতা রাজীবের মৃত্যুদিনে নীরব এফডিসি। কোথাও কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি।

পারিবারিকভাবে এ অভিনেতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজীবের স্ত্রী দেবী গাফ্ফার বলেন, ‘এখন দেশে মহামারি চলছে। তারপরও আমরা তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি।

বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু এতিমখানায় খাবারও পাঠানো হয়েছে। আমার স্বামীর বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চাই।’

অভিনেতা রাজীবের পারিবারিক নাম ওয়াসিমুল বারী রাজীব। ভাষা আন্দোলনের বছর ১৯৫২ সালের ১ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পটুয়াখালী জেলার দুমকিতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর।

পেশাজীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। শখ ছিল অভিনয়ে। জড়িয়েছিলেন মঞ্চ নাটকে। চমৎকার উচ্চারণ ও ভরাট কণ্ঠের প্র্যাকটিস তিনি মঞ্চেই করেছেন। মঞ্চ থেকে কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। তবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন চলচ্চিত্রে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ