বাংলাদেশ ও সুইডেন আজ সবুজ জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং আইসিটি খাতে সুইডিশ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এখানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে আসলে এসব বিষয় উঠে আসে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে রাষ্ট্রদূতকে বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ স্বদেশে প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান।
সুইডেনের রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের অব্যাহত সহায়তার আশ্বাস দেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার সুইডিশ প্রতিপক্ষের অভিনন্দন পত্রও হস্তান্তর করেন।
এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী আজ দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) নতুন মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।