শিরোনাম
প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও খালাস পেলেন ফখরুল-খসরু-রিজভী চিনির আমদানি শুল্ক কমানো হলো ৫০ শতাংশ তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু মুন্সীগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার শপথ নিলেন ২৩ বিচারপতি ফ্লোরিডায় আঘাত হানতে পারে ‘মিল্টন’ এস আলমের দুই প্রতিষ্ঠানের বিআইএন লক এখনো উদ্ধার হয়নি পুলিশের ১৪৫৯ অস্ত্র টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর বায়ু, পানি ও শব্দদূষণ রোধে একসাথে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী পদত্যাগ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানের পথে নৌবাহিনীর ৬৭ সদস্য
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

বিমানবন্দরে কোকেনসহ মালাউয়ির নাগরিক গ্রেপ্তার

ঢাকা ব্যুরো / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

দেশের ইতিহাসের সবচেয়ে বড় কোকেনের চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন। 

বুধবার রাতে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আফ্রিকার দেশ মালউয়ি’র নাগরিক নোমতানদাজো তোওরা সোকোকে ৮ কেজি ৩শ’ গ্রাম কোকেনসহ আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জব্দকৃত মাদকের মূল্য প্রায় ১শ’ কোটি টাকার বেশি।

কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের সক্রিয় একটি চক্র, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয় কাতার এয়ারওয়েজে আসা আফ্রিকান এই নারীকে। পরে কার্বনে মোড়ানো অল্পকিছু কোকেন উদ্ধার করা হয় হাতব্যাগ থেকে।

এরপর তার লাগেজের ওজন সন্দেহ করে সেটিও খোলা হয়। বিশেষ কায়দায় তৈরি লাগেজের ভেতরে মিলে আরও ৮ কেজি কোকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ইতিহাসে এর আগে একসাথে এত বড় চালান আর আসেনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ বলেন, কোকেনের এই চালানটি বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। চালানটি অন্য কোনো দেশে চলে যেতো। আমাদের ধারণা তাওয়েরা সোকো কোকেনের এই চালানটি মালাও থেকে নয়তো ইথিওপিয়া থেকে সংগ্রহ করেছে।

এদিকে, বিমানবন্দরে আট ধরনের মাদক তল্লশীতে এরইমধ্যে ডগস্কোয়াডের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান, এপিবিএনের এই কর্মকর্তা।

এতো বড় কোকেন চালানের দেশী-বিদেশী কারা জড়িত তা খুঁজে বের করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। তানভীর মমতাজ বলেন, কোকেনের চালানের সঙ্গে দেশি এবং বিদেশি চক্র জড়িত আছে। এই চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ