শিরোনাম
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে: আইজিপি ভোটার তালিকা হালনাগাদে ইসির বিশেষ নির্দেশনা টিউলিপের পদে নিয়োগ পেলেন এমা রেনল্ডস সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট পুড়ে ছাই গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া ও পাগল হওয়ার ঝুঁকি বাড়ে হাসিনার পথে কেউ হাঁটলে পরিণতি তার মতোই হবে: সারজিস আলম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে জাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ক্যানসার হাসপাতালের সবকটি রেডিওথেরাপি মেশিনই বিকল দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: পররাষ্ট্র উপদেষ্টা বি‌জি‌বির অভিযানে মিয়ানমারের ৫৮ নাগরিক আটক বিএনপিকে সমালোচনা না করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জামায়াতের
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

শচীনকে ছাপিয়ে চূড়ায় কোহলি

স্পোর্টস ডেস্ক / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিরাট কোহলির ৫০! ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির করার সুবাদে শচীন টেন্ডুলকারের দুর্দান্ত এক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। এবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করার সুবাদে শচীনকে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন কোহলি।

বুধবার (১৫ নভেম্বর) প্রথমে এক বিশ্বকাপে শচীনের সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড ভাঙেন কোহলি। তার পর শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের বিশ্বরেকর্ড ভাঙলেন। পরে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের রেকর্ডও ভেঙে দিলেন কোহলি। সব মিলিয়ে বুধবার শচীনের তিনটি রেকর্ড ভেঙে দিলেন কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২তম ওভারের চতুর্থ বল। লকি ফার্গুসনকে স্কয়ার লেগের দিকে খেলে ডাবল রান নিলেন কোহলি। এতেই ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি।

সেঞ্চুরি পূর্ণ করার পর লাফ দিয়েছেন। ব্যাটটা রেখে খুলেছেন গ্লাভস, এরপর হেলমেট। এরপর নুইয়েছেন মাথা। নিজের আদর্শ শচীন টেন্ডুলকারের সামনে, তার মাঠে, তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। সেটিও বিশ্বকাপের সেমিফাইনালে। স্ত্রী আনুশকা শর্মার উল্লাস আর কোহলির চোখ-মুখের ভাষায় বলে দেয় সব!

এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির সর্বোচ্চ ছিল ৩৫ রান। সেটি ছাড়িয়ে আজ প্রথম ফিফটি পেয়েছেন। এবার প্রথম সেঞ্চুরিও। অবশেষে থেমেছেন কোহলি। ডিপ স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। ফেরার আগে ১১৭ বলে ১১৭ রান করেন তিনি। কিউইদের বিপক্ষে শ্রেয়াসের সঙ্গে তার জুটি ১৬৩ রানের।

এতদিন একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। এখন থেকে বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ৫০তম সেঞ্চুরি। ২৭৯টি ওয়ানডে ইনিংসে ব্যাট করে কোহলি এমন কৃতিত্ব অর্জন করেন। শচীন ৪৫২টি ওয়ানডে ইনিংসে ব্যাট করে ৪৯টি শতরান করেছিলেন। বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি মালিক বিরাট কোহলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ