বিশ্বকাপের শেষের দিকে বাংলাদেশ। তবে আসরটা মোটেই ভালো যাচ্ছে না টাইগারদের। টানা হারের সঙ্গে যুক্ত হয়েছে চোট সমস্যাও। প্রথমে পেসার সাইফউদ্দিন ছিটকে যাবার পর এবার বিশ্বকাপ শেষ হলো দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল পর্বে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এরপর শনিবার পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।
পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সাকিবের বাম দিকের লোয়ার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ক্লিনিকাল পরীক্ষায় এটি গ্রেড ১ ইনজুরি।
সাকিব কবে ফিরবেন এ নিয়ে বলা হয়েছে, “টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে থাকা হচ্ছে না এবং কবে দলে ফিরবেন সেটি পরবর্তী পর্যালোচনা শেষে জানানো হবে।” বিসিবি আরও জানিয়েছে, সাকিবের বদলি হিসেবে দলে নতুন কাউকে নেওয়া হবে না।
চলতি বিশ্বকাপে সময়টা সাকিবেরও ভালো কাটেনি। প্রথম বা কোয়ালিফাইং রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ২টি, ওমানের সঙ্গে ৩টি ও পাপুয়া নিউগিনির সঙ্গে ৪ উইকেট নিলেও মূল পর্বে এসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় ২ উইকেট ছাড়া শূন্য হাতে ছিলেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ব্যাট হাতে যথাক্রমে ২০, ৪২, ৪৬, ১০, ৪ ও ৯ রান করেন তিনি।
এদিকে সাইফউদ্দিনের ছিটকে পড়ায় রিজার্ভ বেঞ্চে থাকা রুবেল হোসেনকে দলে নেওয়া হয়। সাইফউদ্দিন আর সাকিবই নন শুধু, চোটে পড়েছে উইকেট রক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অনুশীলনে পেটে ব্যথা পেয়ে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলতে না পারার শঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিও। এখন সাকিবের ছিটকে যাওয়ায় ১৪ জনের দলে পরিণত হয়েছে। বাকি আছে আরও দুটি ম্যাচ। আইসিসির নিয়মে এখন সাকিবের বদলে নতুন কাউকে যে দলে নেবে সেই সময়ও নেই বিসিবির হাতে।