রাজধানীর বিমানবন্দর থানাধীন আশকোনা হজ ক্যাম্প এলাকায় ব্লু-বার্ড থাই রেস্টুরেন্টে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আশপাশের বাসাবাড়ি ও দোকানের কাচ ভেঙে যায়। এতে দুজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন- আব্দুল কাইয়ুম (২০) ও মো. ফয়সাল হোসেন (১৭)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান জানান, সকালে আশকোনার ব্লু বার্ড চাইনিজ রেস্টুরেন্টে বিস্ফোরণ হয়। এসময় রেস্টুরেন্টের কাঁচ ভেঙে বাইরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে তারা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বিস্ফোরণে পাশের একটি ভবনের দেয়াল ধসে গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। দুজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হাসপাতলের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আশকোনায় দগ্ধ দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ফয়সালের ২৮ শতাংশ ও কাইয়ুমের শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।