প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হবে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতির ভ্যাকসিন বিষয়ক নির্দেশনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তবে প্রয়োজন হলে ক্যাম্পেইনের সময় বাড়ানো হবে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল, সেটার দ্বিতীয় পর্ব আগামীকাল হবে। সে জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি, জেলা-উপজেলায় মাইকিং করা হয়েছে। আমরা সবাইকে অবহিত করেছি, প্রত্যেক জায়গায় ভ্যাকসিন এবং লজিস্টিক পৌঁছে দেওয়া হয়েছে।
শামসুল হক বলেন, এই ক্যাম্পেইনে শুধুমাত্র দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ পেয়েছেন, তারাই শুধু এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। কেন্দ্র পরিবর্তন করে কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না।