মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কায়সার সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যরা।
শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নিউজ পোর্টাল জনপদ সংবাদ সম্পাদক ও প্রকাশক এমএম সাইফুল ইসলাম সঞ্চালনায় মতলব বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কায়সার সোহাগ, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ঢালী কামরুজ্জামান হারুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার মামুনুর রশিদ,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন,সিনিয়র সদস্য ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শেখ ওমর ফারুক, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, সহ-সভাপতি দেওয়ান মোঃ সালাউদ্দিন, অর্থ সম্পাদক সালেহ আকরাম,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সরকার, ছাত্রলীগের নেতা তুহিন, নওশাদ আলম, আবু সায়েম প্রমুখ।