চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে প্রতিষ্ঠিত ইনসাফ মেডিকেল সেন্টার’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীরে কামেল সৈয়দ গোলাম মোঃ আব্দুল কাদের কাওকাব (মাঃআঃ)।
ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব মৌলভী মোঃ আব্দুল হক শাহজী,গোহট দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ আমির হোসেন, গোহাট উত্তর ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম খোকা,রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জান ও অধ্যাপক মোঃ সেলিম,কচুয়া প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হোসেন মাষ্টার, কচুয়া মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ গোলাম কিবরিয়া,মাওলানা মোঃ মনির হোসেন আইনগীরি, হাফেজ মাওলানা মফিজুল ইসলাম পালগীরি, আইনগীরি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নাছির উদ্দিন,মোঃ নজরুল ইসলাম কৈলাইন,কচুয়া উপজেলা ছাত্রলীগের সাধাারন সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ,মোঃ দুলাল প্রধান হারিচাইল, ইনসাফ মেডিকেল সেন্টার’র উদ্যোক্তা মাওলানা আলমগীর শাহ আলক্বাদরী পালগীরি, মাষ্টার মোঃ আব্দুল হক তালতলী, হাজী মোঃ শাহাজান বিতারা, মোঃ কবির হোসেন বরুড়া, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।