কথিত ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে ৩টি গ্রামের সংখ্যালঘু ২৫টি ঘরবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা প্রদান করেছে প্রশাসন। দুস্কৃতিকারীরা যত বড়ই হোক, কেউ ছাড় পাবে না বলেছেন প্রশাসনের কর্মকর্তারা।
থমথমে পরিস্থিতি বিরাজ করছে রংপুরের পীরগঞ্জ রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামে। দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে সনাতন ধর্মের ২৫টি ঘরবাড়ি। মন্দিরে ভাংচুরসহ ঘরবাড়ি-দোকানপাট লুটপাট করা হয়েছে। এক রাতেই নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন তাদের।
সোমবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা প্রদান শেষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তারা।
রোববার বিকেলে মাঝিপাড়া এলাকার এক ছেলে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় শত শত মানুষ ওই কিশোরের বাড়ি ঘিরে ফেললে স্থানীয় জনপ্রতিনিধি তাদের শান্ত করার চেষ্টা করে। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় পুলিশ ওই কিশোরের বাড়ি ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পার্শ্ববর্তী ৩টি গ্রামের সংখ্যালঘু পরিবারের ঘরবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ, ৬১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়া হয়।