মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরভিনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত নন। তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।
বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনার বরাত দিয়ে বিবিসি বলছে, ৭৫ বছর বয়সী ক্লিনটন হাসপাতালে ভর্তি আছেন। তবে তার করোনা হয়নি।
উরেনা বলেন, তিনি ভালো আছেন। সুস্থ হয়ে উঠছেন আর চমৎকার সেবা দেওয়ায় চিকিৎসক, নার্স এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞ।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আরভিন মেডিক্যাল সেন্টার নিশ্চিত করেছে বিল ক্লিন্টন ভর্তি হয়েছেন। তবে এর বেশি কিছু জানায়নি তারা।
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত আমেরিকার ৪২তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বিল ক্লিনটন।