প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ধর্মের নামে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের কাউকে রেহাই দেয়া হবে না।
একইসাথে আইনশৃঙ্খলা রক্ষার্থে আগামীতে যেখানে সেখানে পূজামণ্ডপ না করে নিয়ন্ত্রিতভাবে সার্বজনীন পূজামণ্ডপ করার নীতিমালা তৈরী করার জন্য পূজা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কোনো প্রভাব যেন বাংলাদেশের হিন্দুদের উপর আঘাত না আনে সে বিষয়ে বন্ধুদেশ ভারতকে সর্তক থাকতে হবে।
মহানবমীর দিন বিকেলে গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পুজামণ্ডপ থেকে ভক্তদের সাথে ভার্চুয়ালী শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, এবার ৩২ হাজার পূজামণ্ডপ হয়েছে। তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু অঞ্চলে যে সহিংসতার কারণে উৎসবের রং নষ্ট হচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এই দেশ সব ধর্মের মানুষের। ইচ্ছেমত মণ্ডপ করলে এক শ্রেণীর মানুষ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়।
শেখ হাসিনা বলেন: বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা যেমন নির্মাণ করেছে একইভাবে মন্দির করছে। তবে কোটি টাকা অপচয় করে পূজামণ্ডপ তৈরী না করে বিত্তবানদের ট্রাস্টে টাকা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।