করোনা প্রতিরোধে ফাইজারের তৈরি ভ্যাকসিন চাঁদপুরে এসে পৌঁছেছে। প্রথমবারের মতো এ জেলায় টিকা এসেছে ১৬ হাজার ৩৮০ ডোজ।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ সােমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় টিকা গ্রহণ করেন। আগামী বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রথমবারের মতো চাঁদপুরে ফাইজারের টিকা এসেছে। এগুলো আগামী এক মাসের মধ্যে শেষ হলে আবারও আসবে। এখন থেকে চাঁদপুর সদরে ফাইজারের টিকা দেওয়া হবে। টিকাগুলো রাখা হয়েছে জেলা ইপিআই ভবনের কোল্ড স্টোরে।
তবে জেলার অন্য উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।