চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন ইউনিয়নে হতদ্ররিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসাবে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
বুধবার (১৪ই জুলাই) মাননীয় এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক তত্তাবধানে এই চাল শাহরাস্তি প্রত্যেকটি ইউনিয়নে ভিতরন করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায় চিতোষী পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান জোবায়ের কবির বাহাদুর ও ত্যাগ অফিসার শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক ও ৫নং ওয়ার্ডের আওয়ামীলীগের ০৩ বারের সভাপতি ও সাবেক মেম্বার দুলাল হোসেন ২নং ওয়ার্ড মেম্বার ইলিয়াস হোসেন উক্ত ইউনিয়নের সচিব সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে উক্ত ৬৭৫ জন কে ১০ কেজি চাল বিতরন করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে একই চিত্র সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আঃ রশিদ ট্যেগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহছান উল্ল্যা চৌধুরী সহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত থেকে হতদ্ররিদ্রের মাঝে ৫৯৬ জন কে ১০ কেজি করে চাল বিতরন করেন।