টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় অক্সিজেন সংকটে সাইফুল (৪০) নামের এক করোনা মারা গেছেন বলে অভিযোগ পরিবারের। তবে, হাসপাতার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালটির আইসিইউ ইউনিটে স্থাপন করা দুর্বল প্লাগ সৃষ্ট স্পার্ক জনিত কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অন্যদিকে আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। এসময় অক্সিজেন সংকটে জেলার ঘাটাইলের সাইফুল নামের এক রোগি মারা যান বলে পরিবারের অভিযোগ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তিন সদস্যের তদন্ত কমিটির গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি।
পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে জানিয়ে বিকল্প ব্যবস্থায় চিকিৎসা কার্যক্রম চালানোর কথা বলছেন। এছাড়া বেশি সংকটে থাকা রোগিদের ঢাকা ও মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।