কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার মহাসড়কের চরবাকর এলাকায় ট্রাক চাপায় অটোরিকশার তিনযাত্রী এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে ট্রাক চাপায় এক শিশু নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।
এদিকে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে থোল্লা গ্রামের অটোচালক সোহেলে শিশু ছেলে নিরব মারা যান।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জল ঘোষ পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।