চাঁদপুরের কচুয়ায় ফসলি জমি থেকে রুমা আক্তার (২৮) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই)সকালে উপজেলার উত্তর সেঙ্গুয়া সড়কের পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
জানা যায, মৃত রুমা আক্তার উত্তর সেঙ্গুয়া গ্রামের মোস্তাফা কামালের মেয়ে। স্থানীয় লোকজন নন্দনপুর-পালাখাল সড়কের উত্তর সেঙ্গুয়া সড়কের পূর্বপাশে ফসলি জমির পানিতে ভাসমান অবস্থায় রুমা আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত রুমা আক্তারের বাবা মোস্তফা কামাল ও মা নুরজাহান বেগম জানান, রুমা আক্তার রবিবার বিকালে শামুক তুলতে গিয়ে আর বাড়ি না ফেরায় খোজাঁখুজির পর তার লাশ আজ সকালে দেখতে পায় এলাকাবাসী। তারা আরো জানান,রুমা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন।