পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন চীন আরও ১০ লাখ সিনোফার্ম ভ্যাকসিন উপহার দিচ্ছে বাংলাদেশকে। আর এ মাসেই জাপান কোভ্যাক্স এর অধীনে ২৯ লাখ আস্ত্রা জেনেকার টিকা দিচ্ছে।
মঙ্গলবার সংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সোমবার তার ভ্যারিফাইড ফেসবুক পেজে ‘সুখবর’ ক্যাবশনে এ স্ট্যাটাসে পররাষ্ট্রমন্ত্রী জানান:
(১) আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে, COVAX এর মাধ্যমে আরো তিন মিলিয়ন (ইতিমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি—- শিপমেন্ট রেডী আছে।
(২) জাপানীজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন এস্ট্রা-জেনকা ভ্যাকসিন COVAX এর মাধ্যমে দিচ্ছে।
(৩) চায়নীজ পররাষ্ট্র মন্রীর সাথে আমার ১৫ তারিখে তাসকন্দে সাক্ষাৎ হবে এবং চায়নীজ সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে।
(৪) ইউ থেকে দশ লাখ এবং COVAX এর অধীনে আরো ছয় মিলিয়ন বিশ হাজার টিকা আগস্টে আসবে।